ফটোশপ
ব্যবহার করে সুন্দর ডিজাইন তৈরী করবেন, ইমেজে সমস্যা থাকলে দুর করবেন,
পেইন্ট করবেন, স্পেশাল ইফেক্ট দেবেন এটাই স্বাভাবিক। কিন্তু, আপনার নিশ্চয়ই
মনে আছে ষ্টার ট্রেকের কথা। কিংবা বর্তমানের নানারকম ফ্যান্টাসি কিংবা
সাইন্স ফিকশনের মজাদার চরিত্রের কথা।
কখনো কি মনে হয়নি নিজের কিংবা পরিচিত কাউকে তেমনি মজাদার কোন চরিত্রে পরিনত করার।
কখনো কি মনে হয়নি নিজের কিংবা পরিচিত কাউকে তেমনি মজাদার কোন চরিত্রে পরিনত করার।
. যে ছবিতে লিকুইডিফাই ইফেক্ট ব্যবহার করে পরিবর্তন করতে চান সেটি ওপেন করুন।
. মেনু থেকে কমান্ড দিণ Filter – Liquidify, লিকুইডিফাই উইন্ডোতে ছবিটি ওপেন হবে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQiSHMipsASn1zvBCooR3yc0YEORHSH-ocw9NAVMEBlO6X32JaBjAJkceBgLKqB7h5m0S6_3k_NbNDHthTcCSC5fhNkJ45-9-7dDSZtQz-LktWzDKnTtpu16n5ZgjshLVqsKBu4NGRJDNp/s400/liquidify.jpg)
. ইমেজের যেখানে পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করে ড্রাগ করুন।
. অতিরিক্ত পরিবর্তন হলে Reconstruct Tool টুল সিলেক্ট করুন এবং ক্লিক করে ড্রাগ করুন। যাকিছু পরিবর্তন করেছেন সেটা বাতিল হয়ে আগের অবস্থার দিকে পরিবর্তন হবে।
. কোন যায়গাকে পরিবর্তনের বাইরে রাখার জন্য Freeze Mask টুল ব্যবহার করে পেইন্ট করুন।
. আপনি কোথায় কতটুকু পরিবর্তন চান সেটা নির্ভর করে বিভিন্ন টুল ব্যবহার করে দেখুন।
. পছন্দমত পরিবর্তনের পর OK বাটনে ক্লিক করুন।
কোন ব্যক্তির ছবি ক্যারিকেচার করার আগে আরেকবার ভেবে নিন। যার ছবি তিনি সেটা পছন্দ নাও করতে পারেন।
শুধুমাত্র ব্যক্তির ছবিই পরিবর্তন করতে হবে এমন কথা নেই। অন্য ছবি থেকেও মজার কিছু পেতে পারেন।
0 comments:
Post a Comment