Official PayPal Seal

Thursday, January 23, 2014

আপনার হয়ত অনেকগুলি ইমেজকে পিএসডি, জেপেগ কিংবা টিফ ফরম্যাটের একটি থেকে আরেকটিতে নেয়া প্রয়োজন। কিংবা তিনটির সবগুলিতেই। এজন্য প্রথমে একশন তৈরী না করে সরাসরি ফটোশপের ইমেজ প্রসেসর ব্যবহার করতে পারেন।

.          মেনু থেকে File - Scripts – Image Processor কমান্ড সিলেক্ট করুন।
.          Use Open Image অপশনে ক্লিক করুন এবং Select Folder ক্লিক করে ইমেজের ফোল্ডার সিলেক্ট করুন। ইচ্ছে করলে সাব-ফোল্ডার সহ ব্যবহার করতে পারেন।
.          Open First Image to Apply Setting সিলেক্ট করুন।
এখানে প্রথম ইমেজের জন্য সেটিং ঠিক করে নিতে পারেন। এই সেটিং বাকি ইমেজগুলির জন্য ব্যবহৃত হবে।
.          Save in Same Location ক্লিক করুন অথবা Select Folder ক্লিক করে ইমেজ ফাইলগুলি কোথায় থাকবে সিলেক্ট করে দিন। মুল ইমেজের ফোল্ডার-সাবফোল্ডার যেভাবে ছিল ঠিক সেভাবে রাখতে পারেন।
.          অপশন অংশে আপনার পছন্দের বিষয়গুলি ঠিক করে দিন। এখানে ইমেজ ফরম্যাট, কোয়ালিটি, এস-আরজিবি প্রোফাইল, ফটোশপ ফরম্যাটের জন্য কম্পাটিবিলিটি, টিফ ফাইলের জন্য কম্প্রেশন ইত্যাদি সেট করতে পারেন।
.          সেটিং সেভ করার জন্য Save ক্লিক করুন। একটি নাম টাইপ করে Save ক্লিক করুন।
.          সেভ করা সেটিং লোড করার জন্য Load ক্লিক করুন।
.          কাজগুলি করার জন্য Run ক্লিক করুন।

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.