Official PayPal Seal

Thursday, January 23, 2014

হিষ্টোরী (History) বা ইতিহাস  হচ্ছে অতীতে ঘটে যাওয়া ঘটনা। ফটোশপে হিষ্টোরী হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া। আপনি একটি ইমেজ ওপেন করার পর বহু পরিবর্তন করেছেন। একসময় মনে হল আগের কোন এক অবস্থা ভাল ছিল, সেখানে ফিরতে চান।
সেখানে ফেরার পথ হচ্ছে হিষ্টোরী। সেখানে জমা রয়েছে আপনি যাকিছু কাজ করেছেন সবই। লিষ্ট থেকে পছন্দমত যায়গা সিলেক্ট করুন। উল্লেখ করা যেতে পারে ফটোশপে আনডু (Ctrl-Z) কমান্ড শুধুমাত্র সবশেষ কাজটির জন্য কাজ করে।
আপনি কোন ইমেজ তৈরী বা ওপেন করার পর যাকিছু কাজ করেছেন সেগুলি জমা রয়েছে হিষ্টোরী প্যানেলে। হিষ্টোরী প্যানেল ওপেন করার জন্য;
.          হিষ্টোরী বাটনে ক্লিক করুন
অথবা
.          মেনু থেকে Window – History সিলেক্ট করুন।

আপনার করা কাজগুলির তালিকা দেখা যাবে। যে কাজ পর্যন্ত রাখতে চান সেখানে ক্লিক করুন।

হিষ্টোরীর কাজগুলিকে বলা হয় স্নাপশট। আপনি ইচ্ছে করলে আগের স্নাপশট মুছে দিতে পারেন, নতুন স্নাপশট তৈরী করতে পারেন, সেভ করার সময় নিজে থেকে স্নাপশট তৈরী হবে বলে দিতে পারেন।
হিষ্টোরী মুছে দেয়ার জন্য;
.          হিষ্টোরী প্যানেল ওপেন করুন।
.          ফ্লাইআউট মেনু থেকে Clear History সিলেক্ট করুন।

হিষ্টোরীর অন্যান্য অপশন পরিবর্তন করার জন্য
.          হিষ্টোরী প্যানেল ওপেন করুন।
.          ফ্লাইআউট মেনু থেকে History Options সিলেক্ট করুন।
.          যে অপশনগুলি ব্যবহার করবেন সেগুলিতে টিক চিহ্ন দিন।

টিষ্টোরীতে যত বেশি তথ্য জমা হবে আপনার কম্পিউটারের তত বেশি মেমোরী প্রয়োজন হবে। হিষ্টোরীতে কতগুলি কমান্ড ধরে রাখবে সেটা নির্দিষ্ট করে দিতে পারেন প্রিফারেন্স সেটিং থেকে।
.          মেনু থেকে সিলেক্ট করুন, Edit – Preferences - Performance
.          অংশে সংখ্যা টাইপ করে দিন। এই সংখ্যা ০ থেকে ১০০০ পর্যন্ত হতে পারে।

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.