Official PayPal Seal

Thursday, January 23, 2014


যারা ছবি উঠাতে পছন্দ করেন তারা জানেন পছন্দমত ছবি পেতে তাদেরকে কতরকম সমস্যার মুখোমুখি হতে হয়। হয়ত একটি স্থাপনার সামনে অপেক্ষা করছেন মানুষ না থাকলে ছবি উঠাবেন কিন্তু কখনোই যায়গাটা ফাকা হচ্ছে না।
সবসময়ই কেউএকজন এখানে ওখানে এমনভাবে দাড়িয়ে থাকছেন যে তাকে বাদ দিয়ে আপনি ছবি উঠানোর সুযোগ পাচ্ছেন না।
গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সময় আপনাকে এমন কাজ করতেই হয় যেখানে ছবি থেকে কিছু অংশ বাদ দেয়া প্রয়োজন।
একাজ ফটোশপে করে নেয়া যেত ষ্ট্যাম্পিং এর মত পদ্ধতিতে। বিষয়টি অত্যন্ত সময়সাপেক্ষ। তারপরও একেবারে পছন্দমত ফল পাওয়া যাবে এমন কথা নেই। ফটোশপের নতুন ভার্শনে (সিএস৫) সহজে একাজ করতে নতুন ব্যবস্থা আনা হয়েছে Content Aware Fill নামে। এটা ব্যবহার করে খুব সহজে আপনি ছবি থেকে কোন অংশ বাদ দিতে পারেন। সেই যায়গা পুরন হবে পাশের যায়গা বিশ্লেষন করে তারসাথে মিল রেখে। এবং কাজটি ফটোশপ নিজেই করে দেবে।
উদাহরনের ছবিটি দেখন। হয়ত আপনি মহিলাকে ছবি থেকে বাদ দিতে চান। এজন্য যা করতে হবে;
.          ল্যাসো টুল দিয়ে অংশটুকু সিলেক্ট করুন।
.          মেনু থেকে কমান্ড দিন Edit - Fill
.          Use অংশে Content – Aware সিলেক্ট করুন।
.          OK বাটনে ক্লিক করুন।

আপনার কাজ এটুকুই। ফল হিসেবে মহিলা অদৃশ্য হয়ে যাবেন এবং সেই যায়গা পুরন হবে পাশের দৃশ্যের সাথে মিল রেখে।

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.