যারা
ছবি উঠাতে পছন্দ করেন তারা জানেন পছন্দমত ছবি পেতে তাদেরকে কতরকম সমস্যার
মুখোমুখি হতে হয়। হয়ত একটি স্থাপনার সামনে অপেক্ষা করছেন মানুষ না থাকলে
ছবি উঠাবেন কিন্তু কখনোই যায়গাটা ফাকা হচ্ছে না।
সবসময়ই কেউএকজন এখানে ওখানে এমনভাবে দাড়িয়ে থাকছেন যে তাকে বাদ দিয়ে আপনি ছবি উঠানোর সুযোগ পাচ্ছেন না।
গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সময় আপনাকে এমন কাজ করতেই হয় যেখানে ছবি থেকে কিছু অংশ বাদ দেয়া প্রয়োজন।
সবসময়ই কেউএকজন এখানে ওখানে এমনভাবে দাড়িয়ে থাকছেন যে তাকে বাদ দিয়ে আপনি ছবি উঠানোর সুযোগ পাচ্ছেন না।
গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সময় আপনাকে এমন কাজ করতেই হয় যেখানে ছবি থেকে কিছু অংশ বাদ দেয়া প্রয়োজন।

উদাহরনের ছবিটি দেখন। হয়ত আপনি মহিলাকে ছবি থেকে বাদ দিতে চান। এজন্য যা করতে হবে;
. ল্যাসো টুল দিয়ে অংশটুকু সিলেক্ট করুন।

. Use অংশে Content – Aware সিলেক্ট করুন।
. OK বাটনে ক্লিক করুন।

আপনার কাজ এটুকুই। ফল হিসেবে মহিলা অদৃশ্য হয়ে যাবেন এবং সেই যায়গা পুরন হবে পাশের দৃশ্যের সাথে মিল রেখে।
0 comments:
Post a Comment