ফটোগ্রাফে
অনেক সময়ই সরাসরি সঠিক রং পেতে সমস্যা হয়। টকটকে লাল রং হয়ে গেল কমলা
কিংবা গোলাপী। যার ছবি তিনি পছন্দ করলেন না। আপনি ফটোশপে খুব সহজেই সেটা
ঠিক করে নিতে পারেন। এমনকি এক রংকে বদল করে একেবারে ভিন্ন আরেক
রং বানিয়ে দিতে পারেন ফটোশপেই।
রং বানিয়ে দিতে পারেন ফটোশপেই।

· যে
রংটি পরিবর্তন করা হবে সেই রংটি কোথাও কোখায় রয়েছে একবার দেখে নিন। যেহেতু
চুড়ি, ঠোট এবং অন্যান্য যায়গায় একই রং রয়েছে সেহেতু সরাসরি রং বদল করলে এই
যায়গাগুলিতেও পরিবর্তন কবে। শুধুমাত্র জামার রং পাল্টানোর জন্য সে অংশটুকু
মোটামুটিভাবে সিলেক্ট করে নিন।
· মেনু থেকে কমান্ড দিন, Image – Adjustments – Replace Color
· ইমেজের যে যায়গার রং পাল্টাতে চান সেখানে মাউস পয়েন্টার আনুন। মাউস পয়েন্টারকে কালার পিকার হিসেবে দেখা যাবে।
· ক্লিক করে রং সিলেক্ট করুন। Replace Color ডায়ালগ বক্সে সিলেক্ট করা রং এর অংশটুকু সাদা হিসেবে দেখা যাবে।

· ডায়ালগ বক্সের নিচের অংশ থেকে Hue, Saturation, Lightness ইত্যাদি পরিবর্তন করে রংকে পছন্দসই রংয়ে আনুন।
· Result অংশে ক্লিক করে নির্দিস্ট রং সিলেক্ট করে দিতে পারেন।
· বাটনে ক্লিক করলেই পরিবর্তিত রং পাবেন।
0 comments:
Post a Comment