![Official PayPal Seal](https://www.paypal.com/en_US/i/icon/verification_seal.gif)
Thursday, January 23, 2014
নিজে
ছবি যদি নাও আকেন, শিল্পীরা যখন ছবি আকেন তখন হয়ত লক্ষ করেছেন তারা
নানারকম পদ্ধতি ব্যবহার করে। যেমন জলরং ব্যবহার করে আকার সময় কাগজ ভিজিয়ে
নেন। তারফলেই সুন্দর ছবি আকা সম্ভব হয়। ফটোশপে আপনি জলরং এর ছবি আকতে গেলে
আপনার এমন কিছু প্রয়োজন যেখানে সেই পদ্ধতিতে কাজ হবে। এছাড়া ছবি আকার
বিভিন্ন ধরনের রং, বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্টের ব্রাশ ব্যবহার
একসময়
ডিজনি ষ্টুডিওতে ছবি আকা হত কাগজে, তারপর স্ক্যান করে এনিমেশনের কাজে
ব্যবহার করা হত। মাঝখানে প্রথাগত ড্রইং এবং ডিজিটাল ড্রইং দুই চালু ছিল,
বর্তমানে শুধুমাত্র ডিজিটাল ড্রইং। এথেকে ধরে নিতে পারেন ডিজিটাল ড্রইং এবং
পেইন্টিং কতটা অগ্রগতি লাভ করেছে। অনেক শিল্পী সাধারন ক্যানভাসের বদলে
ডিজিটাল ক্যানভাস ব্যবহার করছেন।
যারা
অনেক বেশি ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করেন তাদের অনেক সময়ই সেগুলির প্রিভিউ
দেখে নেয়া প্রয়োজন হয়। কিংবা ফটোগ্রাফারদের প্রয়োজন হয় র ফরম্যাটের
ইমেজগুলির প্রিভিউ দেখার। এজন্য অনেকগুলি সফটঅয়্যার থাকলেও প্রত্যেকেরই
রয়েছে বিশেস কিছু ফরম্যাট ব্যবহারের সীমাবদ্ধতা। যেমন ইল্টাষ্ট্রেটর ড্রইং
কিংবা ইপিএস ফরম্যাট।
আপনি
হয়ত লক্ষ করেছেন পেশাদার ফটোগ্রাফারদের ছবি একেবারে ঝকঝকে স্পষ্ট, তুলনায়
আপনার উঠানো ছবি অষ্পষ্ট। প্রফেশনাল ফটোগ্রাফাররা একদিকে যেমন দামী
ক্যামেরা ব্যবহার করেন অন্যদিকে ছবি উঠানোর পর তাকে সফটঅয়্যার ব্যবহার করে
ঠিক করে নেন।
ফটোগ্রাফে নয়েজ তৈরী হয় বিভিন্ন কারনে। সবচেয়ে বড় কারন অবশ্যই কম আলো এবং বেশি মানের ISO ব্যবহার।
নয়েজের ফলে
Subscribe to:
Posts (Atom)