Zen Coding এইচটিএমএল এর কোন ট্যাগ বা ভার্সন নয়। এটা একটই কোডিং ফ্রেমওয়ার্ক যা দিয়ে আপনি অনেক সহজে কোডিং করতে/ লিখতে পারবেন। এটা শুধু মাত্র একটি প্লাগিং/মডিউল যা আপনার কোডিং করার গতিকে বহুগুনে বাড়িয়ে দিবে।
সাধারণত আমরা ইন্টারনেটে বসলেই কাজ বা অকাজে(!) বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি। যেমনঃ http://www.facebook.com, http://www.google.com. আসব ওয়েবসাইট ঠিকানাকে ইউআরএল বলে।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্সর্টিয়াম এইচটিএমএল ৫ ভার্সনে যে নতুন ট্যাগ ইলিমেন্ট এর সন্নিবেশ ঘটিয়েছেন সেটাই বর্তমান ওয়েব জগতের পরিবর্তনের একমাত্র কারণ হবে। বলে রাখা ভাল,যদি কেউ এইচটিএমএল ৫ এর ট্যাগ ইলিমেন্টগুলো ব্যবহার নাও করে তবেও তিনি পুরো একটি
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্সর্টিয়াম এইচটিএমএল ৫ ভার্সনে যে নতুন ট্যাগ ইলিমেন্ট এর সন্নিবেশ ঘটিয়েছেন সেটাই বর্তমান ওয়েব জগতের পরিবর্তনের একমাত্র কারণ হবে। বলে রাখা ভাল,যদি কেউ এইচটিএমএল ৫ এর ট্যাগ ইলিমেন্টগুলো ব্যবহার নাও করে তবেও তিনি পুরো একটি ওয়েব পেজ তৈরী করতে পারবেন।
এইচটিএমএল ৫ আগের ভার্সন এইচটিএমএল ৪.০১ থেকে আধুনিক এবং ইউজার ইন্টার্যাক্টিভিটি নিয়ে ওয়েব জগতে পদার্পন করেছে। বলা চলে এইচটিএমএল ৫ আসার পর ওয়েব মাষ্টারদের কাজের অনেক পরিবর্তন সাধিত হয়েছে।
HTML এরভাষায়ক্যারেক্টারইন্টিটিসবলতেসহজভাষায়বুঝায়সেসবস্পেশালসিম্বলকেযেগুলোআমরাবিভিন্নব্রান্ডেডএবংনিবন্ধনকৃতপণ্যবাপ্রতিষ্ঠানেরনামেরঅথবাকোনওয়েবসাইটঅথবালোগোএরপাশেদেখতেপারি।
সহজ ভাষায় ইউআরএল রিডাইরেকশন হচ্ছে, ধরুন আপনার একটি ওয়েবসাইট ছিল www.something.com নামে। এখন আপনার কোন কারণ বসত ওয়েবসাইট এর ডোমেইন নাম পরিবর্তন করে নতুন ডোমেইন www.anything.com করতে হবে। কিন্তু ব্যাপার হল আপনার
HTML form User দের তথ্য ইনপুটের জন্য ব্যবহৃত হয়। ফরম হচ্ছে এমন একটি এলাকা যেখানে বিভিন্ন ধরনের উপাদান ধারণ করে। ফরম উপাদান যেমনঃ ইউজারের প্রদানকৃত তথ্য (লেখা,ছবি,ড্রপডাউন মেনু, বিভিন্ন বাটন) একটি ফরম দিয়ে প্রকাশ করা হয়।
HTML form User দের তথ্য ইনপুটের জন্য ব্যবহৃত হয়। ফরম হচ্ছে এমন একটি এলাকা যেখানে ফরম এর উপাদান ধারণ করে। ফরম উপাদান – ইউজারের প্রদানকৃত তথ্য (লেখা, ছবি, ড্রপডাউন মেনু, বিভিন্ন বাটন) একটি ফরম দিয়ে প্রকাশ করা হয়। HTML ফরম এর অনেক form tag রয়েছে ।