HTML এর ভাষায় ক্যারেক্টার ইন্টিটিস বলতে সহজ ভাষায় বুঝায় সেসব স্পেশাল সিম্বলকে যেগুলো আমরা বিভিন্ন ব্রান্ডেড এবং নিবন্ধনকৃত পণ্য বা প্রতিষ্ঠানের নামের অথবা কোন ওয়েবসাইট অথবা লোগো এর পাশে দেখতে পারি।
যেমন: ©, ®, ™ ইত্যাদি। এইচটিএমএল পেজে এগুলো লিখার পদ্ধতি দেখান হল:
Description |
Entities Name
|
Entity Number
|
Result |
Copyright |
©
|
©
|
©
|
Registered |
®
|
®
|
®
|
Trademark |
™
|
™
|
™
|
Non-breaking space |
|
 
|
Blank Space
|
Note: অবশ্যই মনে রাখতে হবে Character Entities এর নাম গুলো কেস (অক্ষর) সেন্সেটিভ। আপনি © সিম্বল্টটি পেতে চাইলে &Copy লিখলে আসবে না, আপনাকে © -ই লিখতে হবে। আরও ইন্টিটিস পেতে নেট সার্ফিং করুন অথবা http://www.w3schools.com/html/html_entities.asp এই লিঙ্কে দেখুন।
এবার, উপরের কোড টুকুর আউটপুট ব্রাউজার এ প্রদর্শনের জন্য উইন্ডোজের Notepad অথবা Notepad++ সফটওয়্যারটি ওপেন করে কোডটুকু কপি-পেস্ট করুন। ফাইলের নাম দিন charentity.html বা আপনার পছন্দ মতো এবং Save as type নির্বাচন করুন .html। এবার Save করুন।
0 comments:
Post a Comment