Official PayPal Seal

Sunday, January 26, 2014

Dreamweaver CSS Style : ড্রিমওয়েভার সিএসএস ষ্টাইল ব্যবহার 
ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব পেজ তৈরীর জন্য বিভিন্ন কাজ কিভাবে করতে হবে সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে কয়েকটি টিউটোরিয়ালে। সেগুলিকে একসাথে করে
সিএসএস ব্যবহার
একজন ওয়েব প্রোগ্রামার যখন ওয়েব পেজ তৈরী করেন তখন তিনি সিএসএস এর মত কোড লেখার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করেন (নোটপ্যাড ++)। তাকে কোড লেখা দক্ষ হতে হয়। ড্রিমওয়েভারে শুধুমাত্র
সিএসএস 
ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব পেজ তৈরীর জন্য নতুন ওয়েবপেজ তৈরী, টেক্স, ইমেজ এবং লিংক ব্যবহার ইত্যাদি উল্লেখ করা হয়েছে আগের টিউটোরিয়ালগুলিতে। টিউটোরিয়ালগুলি ফলো করলে কাজগুলিকে খাপছাড়া মনে হতে পারে।
লিংক ব্যবহার 
 ওয়েব পেজে লিংক টেক্সট বা ইমেজ বিভিন্নভাবে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, লিংকের নিজস্ব কিছু ধরন রয়েছে। সবচেয়ে সাধারন লিংক হচ্ছে এইচটিটিপি, এর মাধ্যমে ওয়েব পেজ, ইমেজ, ভিডিও ইত্যাদি ব্যবহার করা যায়।
ইমেজ ব্যবহার
ওয়েব পেজে মুল বিষয় ৩টি, টেক্সট, ইমেজ এবং লিংক। ড্রিমওয়েভারে ইমেজকে দুভাবে পরিচিতি দেয়া হয়, ষ্ট্যাটিক এবং ডায়নামিক। ষ্ট্যাটিক ইমেজ হচ্ছে কোন ইমেজ যা নির্দিস্ট যায়গায় রেখে দেয়া হয়।

ড্রিমওয়েভার ওয়েবসাইটের বিভিন্ন বিষয়
প্রথম টিউটোরিয়ালে সাইটের জন্য ফোল্ডার ঠিক করা থেকে টেম্পলেট ব্যবহার করে একটি ওয়েবপেজ তৈরী করা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এবারে ওয়েবপেজকে নিজের টেক্সট ব্যবহার, ট্যাগ পরিবর্তন, ট্যাগ তৈরী ইত্যাদি দেখা যাক।
ওয়েবপেজ তৈরী জন্য ড্রিমওয়েভার (Adobe Dreamweaver) সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার। যারা কোড না লিখে ওয়েবসাইট তৈরী করতে চান তারা যেমন পছন্দ করেন, তেমনি যারা কোড ব্যবহার করেন তারাও
 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.