![Official PayPal Seal](https://www.paypal.com/en_US/i/icon/verification_seal.gif)
Wednesday, January 22, 2014
ইমেজের
নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করা ফটোশপের একটি গুরুত্বপুর্ন কাজ। অনেকে
বলেন যে নিখুতভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারে সে ফটোশপে তত দক্ষ।
কথাটা অনেকটাই সত্যি। ঘরের মধ্যে উঠানো কোন ব্যক্তিকে যদি বাগানে দাড়ানো
অবস্থায় পেতে চান তাহলে তার পেছনের অংশ (ব্যাকগ্রাউন্ড) সিলেক্ট করে বাদ
দিতে হবে। সেখানে ব্যবহার করা যাবে পছন্দমত অন্য ইমেজ।
ফটোশপ
ব্যবহারের আগে প্রয়োজনীয় কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিন। কম্পিউটারে যে
ইমেজগুলি আমরা দেখে থাকি সেগুলি দুধরনের হয়, বিটম্যাপ এবং ভেক্টর। ফটোশপ
কাজ করে বিটম্যাপ ইমেজ নিয়ে অন্যদিকে ইলাষ্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি
সফটঅয়্যার কাজ করে ভেক্টর নিয়ে। বিটম্যাপকে রঙতুলি দিয়ে আকা ছবি এবং
ভেক্টরকে পেনসিলে আকা ছবির সাথে তুলনা করতে পারেন (যদিও পার্থক্য রয়েছে
অনেক বিষয়ে)। সরল ভাষায় বিটম্যাপে একটি দাগ দেয়ার পর আপনি সেটা পরিবর্তন
করতে পারেন না, ভেক্টরে তাকে বাকানো থেকে শুরু করে সবধরনের পরিবর্তন করা
যায়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkEbt25D_Ls5rP5wxxGeZTXqli8XQv6VoGwWwacSBINYDCMUIizx77jiDTpxtEoZZMDPWOM5bFwOnO95LVNSvkE-WprhRcrRCUbSddvfhPPcAqWPGUfi96NwzrMUU6aiJ9mNdhB2eQt1L/s400/Vector-bitmap.jpg)
Courtesy: Blogger ছায়ামানব
যারা যারা
আমার আগের
লেখাটা মিস
করছেন, তারা
প্রথম
পর্ব দেখে
নিতে পারেন.
আমি ভেবেছিলাম
যে ওই
পর্বটা দরকার
পরবে, কিন্তু
পরে ভেবে
দেখলাম, ত্যামন
একটা গুরুত্বপূর্ণ
না. যাই
হোক, কথামতন,
দিলাম দ্বিতীয়
পর্ব.
প্রথমেই বলি সবথেকে সস্তা সিস্টেমএ
ছবি তোলার
একটা ট্রিকস.
এক বিশেষ
ধরনের ফটোগ্রাফি
আছে যারে
বলে কি
না প্যানোরামিক
ফটোগ্রাফি. এইটা একটা বিশেষ ভাবে
ছবি তোলা
যাতে করে
আপনার বাম
পাশ থেকে
শুরু করে
ডান পর্যন্ত
পুরো দৃশ্যকেই
একটা ছবির
ভেতরে তোলা.
এখনকার অনেক
ক্যামেরাতে এটা এমনিতেই দেয়া থাকে
বিল্টইন. আর
আপনার একটা
রেগুলার কম্প্যাক্ট
পয়েন্ট এন্ড
শ্যুট ক্যামেরা
থাকলেও হবে.
এখানে ছবিতে দেখেন, আমার বাম পাশে যে ছায়া, আর আমার ডান পাশে, দুইটা ছায়া একই বিল্ডিংএর থেকে, যেটা আমার ঠিক পিছনেই ছিল.
এখানে ছবিতে দেখেন, আমার বাম পাশে যে ছায়া, আর আমার ডান পাশে, দুইটা ছায়া একই বিল্ডিংএর থেকে, যেটা আমার ঠিক পিছনেই ছিল.
Courtesy: Blogger ছায়ামানব
ছায়ামানব
Disclaimer:
প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে
রাখা ভালো.
আমি মোটেও
কোনো ফটোগ্রাফার
নই. মাঝে
মাঝে টুকটাক
কিছু ছবি
তুলি, এই
যা. আমার
মূল আগ্রহ
হচ্ছে ম্যানিপুলেটিভ/ট্রিক ফটোগ্রাফি
আর ম্যাক্রো
ফটোগ্রাফি কারণ এইগুলান অনেক সহজ.
তবে একটা
কথা অস্বিকার
করার কোনো
উপায় নেই
আর তা
হচ্ছে যে
ফটোগ্রাফি সস্তা না. বেশ ভালো
রকম খরচ
আছে. আর
আমার তিনটা
যে প্রধান
শখ, মাছ
ধরা, সিনেমা
আর ফটোগ্রাফি,
আল্লায় দিলে
সবগুলাই এক্সপেন্সিভ.
শখও পুরাইতে
মন চায়
আবার টাকাও
নাই, তাই
কি আর
করা, খুইজা
পাইতা কয়েকটা
উপায় পাইছি
কিছু টাকা
বাচানোর. এই
সিরিজে আমি
মূলত সেটাই
তুলে ধরার
চেষ্টা করব.
Subscribe to:
Posts (Atom)