Official PayPal Seal

Wednesday, January 22, 2014

ফটোগ্রাফে অনেক সময়ই সরাসরি সঠিক রং পেতে সমস্যা হয়। টকটকে লাল রং হয়ে গেল কমলা কিংবা গোলাপী। যার ছবি তিনি পছন্দ করলেন না। আপনি ফটোশপে খুব সহজেই সেটা ঠিক করে নিতে পারেন। এমনকি এক রংকে বদল করে একেবারে ভিন্ন আরেক

ফটোশপে উচুমানের ইফেক্ট ব্যবহার, একাধিক ছবিকে একসাথে করে কম্পোজিট ইমেজ তৈরীর জন্য লেয়ার প্রয়োজন। প্রতিটি লেয়ারে ভিন্নভিন্ন অবজেক্টকে ঠিক রেখে তাদের সমম্বয়ে একটি ইমেজ তৈরী করা সম্ভব। যেমন একজন ব্যক্তির ঘরের
ছবিতে ষ্টেজের মত লাল-নিল রঙের লাইট দেখাতে চান। সত্যিকারের রঙিন আলো ব্যবহার করে ছবি উঠানো নিশ্চয়ই সকলের পক্ষে সম্ভব না, কিন্তু যে কোন আলোয় ছবি উঠিয়ে তাকে ফটোশপে এনে রঙিন আলো ব্যবহার করা সম্ভব খুব সহজেই।
ফটোশপ ইমেজ এডিটিং সফটঅয়্যার। ডিজিটাল পেইন্টিং এর ক্ষেত্রেও অসামান্য। সাধারনভাবে এধরনের সফটঅয়্যার সম্পর্কে ধারনা হচ্ছে এতে টেক্সট ব্যবহারের যথেষ্ট সুযোগ থাকে না। যেমন ধরুন কোরেল পেইন্টার। ডিজিটাল ড্রইং এর ক্ষেত্রে ফটোশপ থেকেও শক্তিশালী বলে ধরা হয়।
ছবি উঠানোর পর সাথেসাথে নিখুত ছবি পাওয়া যায় না। সেখানে আলো-রঙ ইত্যাদি ঠিক করা প্রয়োজন হয়। একথা সবচেয়ে বেশি প্রযোজ্য পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে। কোন ব্যক্তির ছবি উঠানো হলে সবসময়ই আশা করা হয় তাকে সুন্দর দেখাবে।
ডিজিটাল ফটোগ্রাফাররা কোন একটি সফটঅয়্যার ব্যবহার করেন। ফটোশপ. লাইটরুম, এপারচার, বিবল, কিংবা সহজ এসিডিসি যাই হোক না কেন। কারন, ছবি উঠানোর পর সরাসরি ভাল মানের ছবি পাওয়া যায় না। এতে আলো

ফটোশপের সাধারন এবং সহজ সিলেকশনের পদ্ধতি আরেকটি টিউটোরিয়ালে উল্লেখ করা হয়েছে। কাজ অনুযায়ী অনেক সময় আরো জটিল সিলেকশন প্রয়োজন যেখানে আগের সাধারন পদ্ধতিকে নিখুত সিলেকশন পাওয়া যায় না। এজন্য ফটোশপে রয়েছে অনেকগুলি ভিন্ন ভিন্ন ব্যবস্থা। সেগুলি এখানে উল্লেখ করা হচ্ছে।

ইমেজের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করা ফটোশপের একটি গুরুত্বপুর্ন কাজ। অনেকে বলেন যে নিখুতভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারে সে ফটোশপে তত দক্ষ। কথাটা অনেকটাই সত্যি। ঘরের মধ্যে উঠানো কোন ব্যক্তিকে যদি বাগানে দাড়ানো অবস্থায় পেতে চান তাহলে তার পেছনের অংশ (ব্যাকগ্রাউন্ড) সিলেক্ট করে বাদ দিতে হবে। সেখানে ব্যবহার করা যাবে পছন্দমত অন্য ইমেজ।
এডবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটঅয়্যারকে কিছুটা অন্যরকম মনে হবে। মাইক্রোসফটওয়ার্ডের মত সফটঅয়্যার চালু করলে নিজে থেকে নতুন ডকুমেন্ট ওপেন হয় না, টুল-বাটনগুলিও অন্যধরনের। এই বিষয়গুলির সাথে পরিচিত হয়ে নিন।
ফটোশপ ব্যবহারের আগে প্রয়োজনীয় কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিন। কম্পিউটারে  যে ইমেজগুলি আমরা দেখে থাকি সেগুলি দুধরনের হয়, বিটম্যাপ এবং ভেক্টর। ফটোশপ কাজ করে বিটম্যাপ ইমেজ নিয়ে অন্যদিকে ইলাষ্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি সফটঅয়্যার কাজ করে ভেক্টর নিয়ে। বিটম্যাপকে রঙতুলি দিয়ে আকা ছবি এবং ভেক্টরকে পেনসিলে আকা ছবির সাথে তুলনা করতে পারেন (যদিও পার্থক্য রয়েছে অনেক বিষয়ে)। সরল ভাষায় বিটম্যাপে একটি দাগ দেয়ার পর আপনি সেটা পরিবর্তন করতে পারেন না, ভেক্টরে তাকে বাকানো থেকে শুরু করে সবধরনের পরিবর্তন করা যায়।
বিটম্যাপ ছবি তৈরী হয়
Courtesy: Blogger ছায়ামানব
যারা যারা আমার আগের লেখাটা মিস করছেন, তারা প্রথম পর্ব দেখে নিতে পারেন. আমি ভেবেছিলাম যে ওই পর্বটা দরকার পরবে, কিন্তু পরে ভেবে দেখলাম, ত্যামন একটা গুরুত্বপূর্ণ না. যাই হোক, কথামতন, দিলাম দ্বিতীয় পর্ব.
প্রথমেই বলি সবথেকে সস্তা সিস্টেমএ ছবি তোলার একটা ট্রিকস. এক বিশেষ ধরনের ফটোগ্রাফি আছে যারে বলে কি না প্যানোরামিক ফটোগ্রাফি. এইটা একটা বিশেষ ভাবে ছবি তোলা যাতে করে আপনার বাম পাশ থেকে শুরু করে ডান পর্যন্ত পুরো দৃশ্যকেই একটা ছবির ভেতরে তোলা. এখনকার অনেক ক্যামেরাতে এটা এমনিতেই দেয়া থাকে বিল্টইন. আর আপনার একটা রেগুলার কম্প্যাক্ট পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা থাকলেও হবে.


 এখানে ছবিতে দেখেন, আমার বাম পাশে যে ছায়া, আর আমার ডান পাশে, দুইটা ছায়া একই বিল্ডিংএর থেকে, যেটা আমার ঠিক পিছনেই ছিল.
Courtesy: Blogger ছায়ামানব
ছায়ামানব
Disclaimer:
প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে রাখা ভালো. আমি মোটেও কোনো ফটোগ্রাফার নই. মাঝে মাঝে টুকটাক কিছু ছবি তুলি, এই যা. আমার মূল আগ্রহ হচ্ছে ম্যানিপুলেটিভ/ট্রিক ফটোগ্রাফি আর ম্যাক্রো ফটোগ্রাফি কারণ এইগুলান অনেক সহজ. তবে একটা কথা অস্বিকার করার কোনো উপায় নেই আর তা হচ্ছে যে ফটোগ্রাফি সস্তা না. বেশ ভালো রকম খরচ আছে. আর আমার তিনটা যে প্রধান শখ, মাছ ধরা, সিনেমা আর ফটোগ্রাফি, আল্লায় দিলে সবগুলাই এক্সপেন্সিভ. শখও পুরাইতে মন চায় আবার টাকাও নাই, তাই কি আর করা, খুইজা পাইতা কয়েকটা উপায় পাইছি কিছু টাকা বাচানোর. এই সিরিজে আমি মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করব.
 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.