Official PayPal Seal

Wednesday, February 12, 2014

সাধারণত আমরা ইন্টারনেটে বসলেই কাজ বা অকাজে(!) বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি। যেমনঃ http://www.facebook.com, http://www.google.com. আসব ওয়েবসাইট ঠিকানাকে ইউআরএল বলে। 
ইউআরএল(URL)  পূর্ন নাম হচ্ছে Uniform Resource Locators। এটি দ্বারা পুর্ণ ওয়েবসাইটের ঠিকানাকে বুঝায়। নিচের ইউআরএলটি দেখুন…
নিচে একটি ডেমো ওয়েবসাইট ইউআরএল দেয়া হল যা বর্তমান নেই(!) …
http://www.signaturebd.com/design/demo.html
উপরের লিঙ্কটি নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো…
Scheme(পদ্ধতি): Scheme এর অর্থ হল আপনি কোন পদ্ধতির ইন্টারনেট সার্ভিস ইউজ করছেন। আমরা সচারচর যে টাইপ এর সার্ভিস ইউজ করে আসছি সেটা হচ্ছে http আর সিকিউরড সার্ভিসের ক্ষেত্রে https.
Host (হোস্ট): host এর অর্থ হল আপনি কোন ধরনের স্থানে ওয়েব সাইটকে রাখছেন। এক কোথাও হোস্ট মানে আপনার ওয়েব সাইট এর জায়গা। আমরা সচারচর যে ধরনের ওয়েব হোস্ট ইউজ করি সেটা হল www.


Domain name (সাইটের নাম): ডোমেইন নেম হচ্ছে আপনার ওয়েব সাইটের নাম। যেমন: signaturebd
Extension: Extension হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কি ধরনের ডোমেইন এক্সটেনশন যুক্ত করবেন। যেমন আমাদের signaturebd এর ডোমেইন এক্সটেনশন .com । পুরো নাম হচ্ছে: signaturebd.com. এক্সটেনশন আর হতে পারে। যেমন: .com, .net, .org, .info ইত্যাদি।
Path (পথ): পাথ হচ্ছে আপনার ওয়েবসাইট এর মূল নামের পরে (a sub directory) অন্য কোন ফোল্ডার যেখানে আপনি আলাদা বা সেই ওয়েবসাইট এরই কোন তথ্য জমা করতে পারবেন। যেমন: /design/
File name (deno.html): সহজ কথায় ফাইল হচ্ছে আপনার ওয়েবসাইট এর যে ডকুমেন্ট গুলো থাকে সেগুলোর নাম। যেমন: index.html, default.asp, contact.php ইত্যাদি। সার্ভার কনফিগারেশন এর উপরের ফাইল এক্সটেনশন নির্ভর করবে।

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.