Official PayPal Seal

Saturday, January 18, 2014



 যারা রিভিউ লিখে আয় করতে চান তাদের জন্য একটি সেরা সাইট রিভিউ-মি। প্রতিটি পোষ্টের জন্য পাবেন কমপক্ষে ৪০ ডলার। অবশ্য এটা কাগজের হিসাব। আপনার আয়ের অর্ধেক তারা নেবে অর্ধেক আপনি পাবেন। যার অর্থ হচ্ছে একটি পোষ্টের জন্য আপনি পাবেন কমপক্ষে ২০ ডলার।
তাদের অনুমোদন পাওয়ার জন্য আপনার নিজস্ব ব্লগ থাকতে হবে, সেখানে নির্দিষ্ট কিছু শর্ত পুরন করতে হবে। যেমন সার্চ ইঞ্জিনের র‌্যাংকিং এ ব্লগের অবস্থান, ভিজিটরের সংখ্যা ইত্যাদি। যদি তাদের শর্ত পুরনে ব্যর্থ হন তাহলে চেষ্টা করে সাইটের জনপ্রিয়তা বাড়িয়ে আবারো চেষ্টা করতে পারেন।

আপনার ব্লগ ইংরেজি হতে হবে এমন কথা নেই, আপনাকে ইংরেজিতে লিখতে হবে এমন কথাও নেই। আপনার ব্লগ যে ভাষায় সেই ভাষায় লিখবেন।
কাজ যে নিয়মে হয় তা হচ্ছে;
.          আপনি আপনার ব্লগের তথ্য জানিয়ে আবেদন করবেন।
.          তারা অনুমোদন দিলে আপনি তাদের সদস্য। আপনার ব্লগের পরিচিতি তাদের তালিকায় থাকবে। যিনি (ব্যক্তি বা প্রতিস্ঠান) রিভিউ লেখাবেন তিনি ঠিক করবেন কোন ব্লগে রিভিউ লেখাবেন। তিনি নিজেই আপনার সাথে যোগাযোগ করবেন।
.          কমপক্ষে ২০০ শব্দের রিভিউ লিখতে হবে। পোষ্টের সাথে কোনভাবে উল্লেখ থাকতে হবে সেটা অর্থের বিনিময়ে লেখা।
.          রিভিউয়ের মধ্যে অন্তত একবার রিভিউ করা পন্যের লিংক ব্যবহার করতে হবে।
.          রিভিউ লেখার টাকা দেয়া হয় মাসের হিসেবে। মুলত মাসের ৪ তারিখের আগেই দেয়া হয়। মাষ্টারকার্ডে কমপক্ষে ২৫ ডলার না হলে টাকা উঠানো যায় না, পে-পলে এধরনের কোন সীমাবদ্ধতা নেই।
রিভিউ লেখা ছাড়াও আপনার ব্লগে তাদের এফিলিয়েশন ব্যবহার করেও আয় করতে পারেন। তাদের ঠিকানা।
http://www.reviewme.com/

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.