Official PayPal Seal

Sunday, January 19, 2014

পুরোপুরি ব্যবসায়িক ওয়েবসাইটরে বাইরে ব্লগ বা ওয়েবসাইটের আয়ের একটি বড় উতস গুগলের বিজ্ঞাপন নেটওয়ার্ক এডসেন্স। আপনি তাদের কাছে নিজের নাম লেখাবেন, ফলে আপনার সাইটে বিষয়ের সাথে মানানসই বিজ্ঞাপন দেখা যাবে। ভিজিটর যখন সেই বিজ্ঞাপনের লিংকে ক্লিক করবেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন। ক্লিক প্রতি কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন এই পদ্ধতিতে। ফলে ভিজিটরের সংখ্যা বেশি হলে ক্লিক করার সম্ভাবনাও বেড়ে যায় আর আপনার আয় হতে পারে মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত।
আপনি এডসেন্স সাইটে গিয়ে ফরম পুরন করলেই আপনার সাইটকে এসেন্স ব্যবহারের অনুমতি দেয়া হবে এমন কথা নেই। তাদের নিজস্ব কিছু শর্ত রয়েছে যা আপনাকে পুরন করতে হবে। এডসেন্সের জন্য আবেদন করার আগে শর্তগুলি জেনে নিন।
.          ডোমেন বিষয়ক নিয়ম : আপনার সাইটের নিজস্ব ডোমেন নেম থাকতে হবে। সাব-ডোমেন ব্যবহার করা যাবে না। হোষ্টিং এর যে পরিচয় ব্যবহার করা হয়েছে সেই পরিচয়ে আবেদন করতে হবে। তবে গুগলের বিনামুল্যের ব্লগার ব্যবহার করে আবেদন করা যায়।
.          ভাষা বিষয়ক নিয়ম : বাংলা ভাষায় যদি ওয়েবসাইট তৈরী করেন তাহলে শতর্ক থাকুন। গুগল যে ভাষাগুলির জন্য এডসেন্স ব্যবহারের অনুমতি দেয় সেখানে বাংলা ভাষার নাম নেই। আপনার সাইট বাংলা হলেও সেখানে যথেষ্ট পরিমান ইংরেজি থাকতে হবে।
.          সাইট ইনডেক্স : আপনার সাইটে এমন ব্যবস্থা থাকতে হবে যেখানে ভিজিটর ইচ্ছে করলে সহজে যে কোন বিষয়ে যেতে পারেন। এজন্য একটি ইনডেক্স, সাইটম্যাপ ইত্যাদি ব্যবস্থা থাকতে হবে। সাটটের সবকিছু সাজানো থাকতে হবে। কোন লিংক ঠিকমত কাজ না করলে সেটা ঠিক করে নিতে হবে।
.          পোষ্ট এবং ভিজিটর : আপনার সাইটে যথেস্ট পরিমান পোষ্ট এবং যথেষ্ট সংখ্যাক ভিজিটর থাকতে হবে। নতুন সাইট তৈরী করে সাথেসাথে আবেদন করবেন না।
.          সাইটের ধরনের সাথে কিওয়ার্ড এবং পোষ্ট এর মিল থাকতে হবে। একধরনের কিওয়ার্ডের সাথে অন্যধরনের পোষ্ট রাখা যাবে না।
.          এডসেন্স এর মত অন্য কোন সেবা ব্যবহার করলে এডসেন্স ব্যবহারের অনুমতি পাবেন না।
.          ওয়েবসাইটকে সার্চ র‌্যাংকিং এ ওপরের দিকে রাখার জন্য কোন সফটঅয়্যার ব্যবহার করবেন না।
.          ওয়েবসাইটকে বিভিন্ন ব্রাউজারে ঠিকভাবে কাজ করতে হবে।

অন্যান্য সাধারন নিয়মের মধ্যে রয়েছে অবৈধ বিষয় সাইটে না রাখা, ফিসিং মেইল বা হ্যাকিং সম্পর্কিত কিছু না করা ইত্যাদি।
কাজেই, যদি এডসেন্স ব্যবহার করতে চান এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখুন, যাকিছু সংশোধন করা প্রয়োজন করে নিন। সবকিছু ঠিক আছে নিশ্চিত হওয়ার পর আবেদন করুন।

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Online School 24.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.