কিওয়ার্ড সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ
একটা গুরত্বপূর্ন
ভূমিকা রাখে।আপনার
ওয়েবসাইটটি যে বিষয়ের উপর সেই
ধরনের কিওয়ার্ড
নিয়ে আপনাকে
ভাবতে হবে।উদাহরনস্বরুপ
আপনার সাইট
যদি এসইও
টিউটোরিয়াল ভিত্তিক হয় তাহলে হোম
পেজের টাইটেলে
“এসইও টিউটোরিয়াল”
এই কিওয়ার্ডগুলি
রাখা বুদ্ধিমানের
কাজ হবে।
*যদি কেউ এসইও শিখতে
চায় তাহলে
সে কোন্
কোন্ শব্দ
গুগলে লিখে
সার্চ দিতে
পারে এটা
আপনাকে ভাবতে
হবে এবং
সেই শব্দগগুলি
আপনার সাইটের
হোমপেজের টাইটেল,সাইটের হেডিং
ট্যাগগুলিতে শব্দগুলি রাখতে হবে।
*সাইটের কিওয়ার্ডের সাথে যেন কনটেন্টের
মিল থাকে
।
কিভাবে Google Adwords এর মাধমে কিওয়ার্ড
গবেষনা করবেন ?
প্রথমে Google এ “google keyword planner”
লিখে খুজুন
।
তারপর https://adwords.google.com/ko/KeywordPlanner/Home
এই সাইটে
যান। তারপর
Tools থেকে Keyword
Planner এ যান।
What would you like to do? থেকে Search for new keywords and ad group ideas সিলেক্ট করুন।
চিত্রের মত সব কিছু ঠিকভাবে
বসিয়ে Get Ideas এ ক্লিক
করুন। আপনি
Ideas পেয়ে যাবেন। পরের
পেজে আপনি
ad group ideas এবং কিওয়ার্ড ideas থেকে কিওয়ার্ড
ideas এ ক্লিক করুন। আপনি কিওয়ার্ড
ধারনা পেয়ে
যাবেন। আপনাকে Avg. monthly searches, Competition অনুসারে দেখানো
হবে।
0 comments:
Post a Comment